কালীগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলার কালীগঞ্জে আইয়ুব আলী (৪০) নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে গলা কেটে টাকা পয়সাসহ সব কিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর- বত্রিশহাজারি মৌজার চাপারহাট থেকে সোনারহাট গামী বাইপাস সড়কের কুঠিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী উপজেলার চলবলা ইউনিয়নের হরিশ্বর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি চাপারহাটের বিদেশি মার্কেটের একজন বিকাশ এজেন্ট ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে,রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আইয়ুব আলী। পথিমধ্যে তার পথরোধ করলে তিনি চিৎকার করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে টাকা-পয়সা ও মোবাইল নিয়ে চলে যায়। চিৎকারশুনে এলাকাবাসী লাইট নিয়ে এগিয়ে গেলে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বড় রামদা ও মরদেহ উদ্ধার করেন।
উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, স্থানীয়দের খবরে ফোর্স নিয়ে তাৎখনিক ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে দেশীয় অস্ত্র ও মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে আইয়ুব আলীকে হত্যা করা হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এমইউআর