চাঁপাইনবাবগঞ্জে ঈদ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর চাঁপাইনবাবগঞ্জে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অুনষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রধান আনিসুর রহমান, চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম, ঈমাম, ঈদগাহ কমিটির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় আবহাওয়া অনুুকুলে থাকলে ঈদের নামাজ সকাল ৮টায় পুরাতন স্টেডিয়ামে এবং সকাল সাড়ে ৮টায় ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকুল থাকলে বিকল্প হিসেবে মসজিদগুলোতে ঈদের নামাজ আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
এজন্য ঈমামদেরকে মোবাইলের হোয়াটস আপের মাধ্যমে অবহিত করার জন্য ইসলামিক ফাউ-েশনকে নির্দেশনা প্রদান করা হয়। প্রতিটি মুসল্লিকে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মাস্ক পরিধান করে ঈদগাহে আসতে হবে। ঈদকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যদের সজাগ থাকার জন্যও বলা হয়। এছাড়া পানি ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে পৌরসভা ও নেসকোর কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক আরো বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর ধর্মীয় ভাবগাম্ভির্যের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে ইনশা আল্লাহ। মুসল্লীদের মাস্ক পরে নামাজের আধাঘণ্টা আগে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান তিনি ।
এইচকেআর