তারাবির নামাজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ মুসল্লি

তারাবির নামাজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মুসল্লি। মসজিদের সিসি ক্যামেরার ফুটেজে এ দৃশ্য দেখা যায়। গত বুধবার (২০ এপ্রিল) তুরস্কের উত্তরাঞ্চলের সিনপ প্রদেশের তুরকিলি শহরের আল ফাতিহ মসজিদে এ ঘটনা ঘটে।
ভিডিও ফুটেজে দেখা যায়, নামাজের শেষ দিকে ওই মুসল্লি বসেন।
এমন সময় ধীরে ধীরে তাকে সামনের দিকে ঢুকে পড়তে দেখা যায়। এরপরই আশপাশের মুসল্লিরা তাকে তুলে সোজা করেন। ততক্ষণে হার্ট অ্যাটাকে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই মুসল্লির নাম সালাহ উদ্দিন উজকান (৬৯)। নামাজে জ্ঞান হারিয়ে ফেললে তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু দায়িত্বরত চিকিৎসকরা তাকে শেষ রক্ষা করতে পারেননি।
আল ফাতিহ মসজিদের খতিব আতিলা সানতিরক বলেন, আমার ২২ বছরের কর্মজীবনে অদ্ভূত ঘটনা এটি। আমি মসজিদের মিম্বারে নামাজ পড়াচ্ছিলাম। সদ্যপ্রয়াত মুসল্লি সালাহ উদ্দিন নিয়মিত রাতের নামাজে আসতেন। এমনকি ওইদিন নামাজের আগে মৃত্যুর পূর্বপ্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তিনি নামাজের মধ্যেই পরপারে চলে গেলেন।
এইচকেআর