চাঁপাইনবাবগঞ্জে বিজিবি'র অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে সিএনজিতে থাকা ১১১ ফেন্সিডিলসহ মো. হাফিজুর রহমান (১৯) নামে সিএনজি চালককে আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শিয়ালমারা এলাকায় এ অভিযান চালায় বিজিব।
আটককৃত হাফিজুর রহমান হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের মো. ফিটুর ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মো. আব্দুল বারিকের নেতৃত্বে শিয়ালমারা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯০ মেইন হতে আনুমানিক ১.৯ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মির্জাপুর কর্নখালী ব্রীজের নিকট দিবাগত রাত দেড়টার দিকে সিএনজিতে অভিযান চালিয়ে ১১১ বোতল ফেন্সিডিল ও নগদ ২৪০ টাকা জব্দ করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এইচকেআর