ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিবে যুক্তরাজ্য

ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথোপকথনের সময় আরও সামরিক সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে আরও সাঁজোয়া যান, ড্রোন ও অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র পাঠানো হবে। এছাড়া আগামী সপ্তাহের মধ্যে কিয়েভে পুনরায় দূতাবাস চালু করবে যুক্তরাজ্য।
এর আগে, বরিস জনসন তিন কোটি ৩০ লাখ ডলারের সাহায্যও ঘোষণা করেছিলেন, যা দিয়ে ইউক্রেনের সেনা ও পাইলটদের বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে জানা গেছে।
এমইউআর