কলেজে পর্নোগ্রাফি কোর্স পড়ানোর সিদ্ধান্ত

যৌনতা আর শিল্প শেখানোর নামে পাশ্চাত্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একের পর এক উদ্ভট সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে, বৃটিশ স্কুলগুলোকে এলজিবিটি কমিউনিটি বা সমকামীদের নামে একটি বিশেষ অধ্যায় যুক্ত করা হলে ক্রোধে ফেটে পড়েন সেখানকার সাধারণ মানুষ। কিন্তু নীতিনির্ধারকরা শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে অটল থাকেন। এবার ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে আমেরিকার ওয়েস্টমিনস্টার কলেজে ‘ফিল্ম ৩০০০’ নামে পর্নোগ্রাফির ওপর বিশেষ কোর্স চালু হচ্ছে। যেখানে শিক্ষকদের পাশে বসিয়ে পর্নোগ্রাফি দেখবেন শিক্ষকরা।
গোটা বিষয়টিকে শিক্ষার অঙ্গ হিসেবেই দেখা হবে বলে দাবি কর্তৃপক্ষের। কলেজ কর্তৃপক্ষ জানায়, যৌনতার মধ্যে যে জাতি-শ্রেণি এবং লিঙ্গের কোনও ভেদাভেদ নেই এবং যৌনতা যে একটি শিল্প, শিক্ষার্থীদের তা বোঝানোই এই কোর্সের মূল লক্ষ্য। তাছাড়া এই পর্নোগ্রাফির কোর্সের মধ্য দিয়েই সামাজিক সমস্যাগুলো আরও ভালোভাবে ব্যাখ্যা করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পরই অভিভাবকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেকে কলেজ কর্তৃপক্ষের সমালোচনা করে বলেছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত বিরক্তিকর। কীভাবে এমন সিদ্ধান্ত নিল কলেজ? আবার কেউ কেউ এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন।
এসএমএইচ