ইরানি অস্ত্র ব্যবহারে মখ খুলল রাশিয়া
-25_April3.jpg)
ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এই অভিযানে রাশিয়া ইরানের তৈরি অস্ত্র ব্যবহার করছে বলে পশ্চিমা গণমাধ্যমে অভিযোগ উঠে। তবে এই অভিযোগ প্রতিখ্যান করেছে রাশিয়া। তেহরানস্থ রুশ দূতাবাস রবিবার এক টুইটার বার্তায় পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত এই প্রতিবেদনকে ‘ভুয়া’ খবর হিসেবে আখ্যা দিয়েছে।
রুশ দূতাবাসের টুইটার বার্তায় বলা হয়, কিছু গণমাধ্যমে রাশিয়ায় ইরানি অস্ত্র সরবরাহের যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
গত ১২ এপ্রিল ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান দাবি করে, ইউক্রেনের বিরুদ্ধে অভিযানে রাশিয়া ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। ইরানের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘বভার-৩৭৩ ‘যেটি রাশিয়ার এস-৩০০’র মতো সেটি মস্কোকে দিয়েছে তেহরান কর্তৃপক্ষ।
তবে ব্রিটিশ পত্রিকাটির দাবি উড়িয়ে দিয়ে লন্ডনস্থ ইরান দূতাবাস তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছিল, গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনটি কল্পকাহিনীনির্ভর, ভিত্তিহীন ও অবাস্তব। মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোর সঙ্গে ইউক্রেনের বর্তমান অবস্থার যোগসূত্র ঘটিয়ে সম্পূর্ণ অপেশাদার আচরণ করেছে গার্ডিয়ান। পত্রিকাটিতে প্রতিবাদমূলক বার্তাও পাঠায় লন্ডনের ইরান দূতাবাস।এরপর তেহরানস্থ রুশ দূতাবাস ব্রিটিশ পত্রিকার খবর প্রত্যাখ্যান করল।
এমইউআর