ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • সুন্দরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

    সুন্দরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদ কেনাকাটায় জমে উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শপিংমলগুলো। গভীর রাত পর্যন্ত দোকানপাটে ক্রেতাদের উফছে পড়া ভির লক্ষ করা গেছে। করোনার ধকল কেটে উঠার পর ব্যবসায়ীরা যেন নতুন প্রাণ ফিরে ফেয়েছে। বিশেষ করে রেডিমেট কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিরে পা ফেলার জায়গা নেই। সকাল ৯টা হতে রাত ১২ পর্যন্ত চলছে ঈদ কেনাকাটা।  মার্কেটে পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার সংখ্যা তুলনামুলকভাবে অনেক বেশি।     
                        
     খোঁজ নিয়ে জানা গেছে, পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকানগুলোতেও জমে উঠেছে ঈদ কেনাকাটা। গত দু’বছরের তুলনায় প্রতিটি পণ্যের দাম দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে। বাজারে প্রতিটি পাঞ্জাবি বিক্রি হচ্ছে ৫০০ হতে ৫ হাজার টাকায়, প্যান্ট ৪৫০ হতে ৩ হাজার ২০০ টাকা, শার্ট ৬০০ হতে ২ হাজার ৮ টাকা, শাড়ী ৮০০ হতে ৫ হাজার ৬০০ টাকা, থ্রি পিচ ৬৫০ হতে  ১ হাজার ৮০০ টাকা, মেয়েদের রেডিমেট জামা ৮০০ হতে ৬ হাজার টাকা, বোরকা ১ হাজার ৩০০ হতে ৪ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

    কাপড়ের পাশাপাশি জুতা, কসমেটিক, টুপির দোকানেও ক্রেতাদের ভির চোখে পড়ার মত। এদিকে ফুটপাতের দোকানগুলোতে নিম্ন আয়ের পরিবারের সদস্যদের কেনাকাটা করতে দেখা গেছে। সবমিলে গত দু’বছর পর ঈদ কেনাকাটা সরগরম হয়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান সমুহ। প্রশাসনের নজরদারী কম থাকায়  ব্যবসায়ী এবং ক্রেতাগণ নিরাপত্তাহীনতার অভাব মনে করছে। সে কারণে যানজোট নিরসন ও  নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশি টহল জোরদারের দাবি ব্যবসায়ী ও ক্রেতাদের। 

    ক্রেতা আল তাহসিন জানান,  গত দু’বছর করোনার কারণে পরিবার পরিজনের ঈদ কোনাকাটা করতে পারি নাই। সে কারণে এ বছর আগাম কেনাকাটা করার জন্য মার্কেটে এসেছি। ছেলে-মেয়েসহ পরিবারের  সকলের রেডিমেট কাপড় , জুতা ও কসমেটিক কিনেছি। তবে দাম গত দু’বছরের তুলনায় অনেক বেশি। প্রতিটি জামা কাপড়ে দাম ২০০ হতে ৪০০ টাকা বেশি হয়েছে। তিনি বলেন, মার্কেটগুলোতে যথেষ্ট ভির এবং সড়কে যানজোট অনেক বেশি। কিন্তু পুলিশি কোন টহল চোখে পরেনি। 

    বৈশাখী ফ্যাশনের স্বাত্ত্বাধিকারী লাভলু মিয়া জানান, পহেলা রমজান হতে খুব ভাল বিক্রি হচ্ছে। গত দু’বছর ঈদে কোন কেনাকাটা হয়নি। সে কারণে ক্রেতাগণ এ বছর পুরোদমে কেনাকাটা করছে। মার্কেটে কাপড়ের দাম অনেক বেশি হলেও ক্রেতাগণ ছেলেমেয়েসহ পরিবারের সকল সদস্যদের জন্য কাপড় কিনছে। সকাল ৯টা হতে রাত ১২টা পর্যন্ত কেনাকাটা চলছে। তবে পুলিশি টহল আরও বাড়াতে হবে, যাতে করে ক্রেতা এবং ব্যবসায়ীগণ যেন কোন ক্ষতির শিকার না হয়।  

    ওসি সরকার ইফতেখার মোকাদ্দেম জানান, পুলিশি টহল অব্যাহত রয়েছে। টহল আরও জোরদার করা হবে। তিনি দোকান মালিক সমিতির নেতাদের পাহারা জোরদারসহ সিসি ক্যামেরা বাড়ানোর পরার্মশ প্রদান করেন।   

    উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, ব্যবসায়ী এবং ক্রেতাদের ঈদ কেনাকাটায় যাতে করে কোন প্রকার সমস্যা না হয়, সে ব্যাপারে দ্রুত সে ব্যবস্থা নেয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ