কালীগঞ্জে ২২৫ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর

মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর ৩য় পর্যায়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সাড়ে ৯ টায় সারাদেশের ন্যায় কালীগঞ্জ উপজেলায় ৩য় পর্যায়ের গৃহ সমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৩য় পর্যায়ে নির্মিত গৃহগুলো উপজেলা পরিষদ প্রান্ত হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে ভুমিহীন পরিবারগুলোর মাঝে হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রান্তে প্রধানমন্ত্রীর পক্ষে কালীগঞ্জ উপজেলার উপকারভোগীর মাঝে জমি ও গৃহের যাবতীয় দলিল সমুহ হস্তান্তর করেন সমাজকল্যাণ মন্ত্রানালয়ের মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি ।
প্রধান অতিথি মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ভূমিহীন ও গৃহহীন জনগণকে জমি ও গৃহ প্রদান ইতিহাসে অমর হয়ে থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্বের বুকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রোডম্যাপ প্রণয়ন করে রাষ্ট্র পরিচালনা করছেন সেটি বাস্তবায়িত হলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।
পরে প্রধানমন্ত্রীর পক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নির্মিত ঘর ও জমির দলিল কালীগঞ্জের ২২৫টি পরিবারের মাঝে হস্তান্তর করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের রংপুর বিভাগের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. তৌহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহান সনি, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম গোলাম রসুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, যুবলীগ সভাপতি, রেফাজ রাঙা প্রমুখ।
শেখ রনদ সিমান্ত/কালীগঞ্জ
এইচকেআর