ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

শিবগঞ্জে ১৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ১

শিবগঞ্জে ১৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে থেকে ১ হাজার ৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ সুমন আলীকে গ্রেফতার করে র‍্যাব-৫। সুমন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চরপাঁকা বিশ রশিয়া গ্রামের শফিকুল ইসলাম ও সাবেরা বেগমের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল ২৬ এপ্রিল সন্ধ্যা ৫.৩০মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ১৮৩৫ (এক হাজার আটশত পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং (খ) ০১ (এক) টি মোবাইল ফোনসহ ১। মোঃ সুমন আলী (২৩), পিতা-মোঃ শফিকুল ইসলাম, মাতা-মোছাঃ সাবেরা বেগম, গ্রাম-চর পাঁকা বিশ রশিয়া, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করে।

তাত্ক্ষণিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন