ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

আজ শপথ নেবেন বিলাওয়াল ভুট্টো

আজ শপথ নেবেন বিলাওয়াল ভুট্টো
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভায় বিলাওয়াল ভুট্টো জারদারি পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। পিপিপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৩ বছর বয়সী বিলাওয়াল। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বুধবার (২৭ এপ্রিল) ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নেবেন। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) করাচিতে এক সংবাদ সম্মেলনে শপথ নেওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন সেটি বলেননি। তবে পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। ১৯ এপ্রিল পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো উপস্থিত ছিলেন। কিন্তু সেদিন শপথ নেননি তিনি। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি। আর তাই মনে করা হচ্ছে বেনজির পুত্রই হচ্ছেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী।

বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তান পিপলস পার্টির ২০০৭ সালে নির্বাচিত সভাপতি হন। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং আসিফ আলি জারদারির একমাত্র পুত্র। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন বিলাওয়াল।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন