ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সীমান্তবর্তী রুশ শহরে একাধিক বিস্ফোরণ

সীমান্তবর্তী রুশ শহরে একাধিক বিস্ফোরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া বেলগরোদ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। শহরটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে। বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য ধরা হয়।

আঞ্চলিক গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ সামাজিক মাধ্যম অ্যাপ টেলিগ্রামে বলেন, তিনি বুধবার ভোররাত ৩টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এমনকি যখন তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দেয়ার জন্য লিখছিলেন, তখনি আরো তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।

মিস্টার গ্লাদকভ পরে জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী গোলাবারুদের ডিপোতে আগুন লেগেছে, তবে কোনো বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন