ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

‘সংবিধান লঙ্ঘনে’ পদচ্যুত হতে যাচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

‘সংবিধান লঙ্ঘনে’ পদচ্যুত হতে যাচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের পর এবার দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিও পদচ্যুত হতে চলেছেন। রোজার ঈদের পরই ‘সংবিধান লঙ্ঘনের’ অভিযোগে প্রেসিডেন্টকে অভিশংসন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার। 


শরিক দলগুলোর সমর্থন নিয়ে ঈদের পর পরই জাতীয় পরিষদের স্পিকারের সামনে বিষয়টি উত্থাপন করা হবে বলে ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য জানিয়েছেন। 


পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) থেকে নির্বাচিত জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) মহসিন শাহনেওয়াজ এক্সপ্রেস ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার অন্ততপক্ষে দুইটি ঘটনায় সংবিধান লঙ্ঘনের নোটিশ পেশ করে রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া এগিয়ে নেবে। 


অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গত ১১ এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে অপারগতা প্রকাশ করেন। তখন থেকেই নতুন সরকারের সঙ্গে প্রেসিডেন্টের বিরোধ চলছে।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন