কেউ হস্তক্ষেপ করতে আসলে চরম পরিণতির হুঁশিয়ারি


ইউক্রেন সংঘাতে কোনও বহিঃশক্তি হস্তক্ষেপ করতে আসলে চরম পরিণতির হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। তিনি বলেছেন, “ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করা যেকোনও দেশ বা রাষ্ট্রকে ‘বজ্রপাতের ন্যায় দ্রুত’ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।”
পুতিন বলেন, “কেউ দম্ভ দেখাতে পারবে না…, আমাদের কাছে সব ধরনের সরঞ্জাম আছে, প্রয়োজনে সেগুলো ব্যবহার করব।” তার এই হুঁশিয়ারি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের’ ব্যবহারকেই ইঙ্গিত করে।
উল্লেখ্য, ইতোমধ্যে ইউক্রেনের মিত্র দেশগুলো রাশিয়াকে মোকাবিলায় অস্ত্র সরবরাহ বাড়িয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে পরাস্ত করার বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
এমইউআর
