ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

আদালতে বসে জনি ডেপের ডুডলিং, ভিডিও ভাইরাল

আদালতে বসে জনি ডেপের ডুডলিং, ভিডিও ভাইরাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চার বছর আগে ছিলেন স্বামী-স্ত্রী, তবে হলিউড তারকা জনি ডেপ আর অ্যাম্বার হার্ড এখন আদালতে পরস্পরের মুখোমুখি। স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ডেপ।  কে জেতেন তা দেখার অপেক্ষায় বিশ্বের কোটি কোটি মানুষ। 

এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন জনি ডেপ। মামলার ট্রায়ালের সময় আদালতে কক্ষে বসে ডুডলিং করছিলেন তিনি, যা টিকটকে ভাইরাল হয়েছে।

ভিডিওটি গত ২৬ এপ্রিলের। এতে দেখা যাচ্ছে, নিজের আইনজীবী বেঞ্জামিন চিউর পাশে বসে স্কেচিং করছেন জনি ডেপ। আবার কিছুক্ষণ পর নিজের আঁকা ডুডল বেঞ্জামিনকে দেখান। তখন জনির মুখে হাসি ফুটে উঠে, আর কাগজের টুকরোতে দেখা যায় একজনের মুখের ছবি!
 
সূত্র : ইন্ডিপেনডেন্ট     


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন