ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ধর্ষণে বাধা দেওয়ায় চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হলো তরুণীকে

ধর্ষণে বাধা দেওয়ায় চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হলো তরুণীকে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


ট্রেনের ভেতর ধর্ষণের চেষ্টা করা হয়েছিল ২৫ বছর বয়সী এক তরুণীকে, কিন্তু সে বাধা দেয়ায় সেই চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাকে। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার খাজুরাহোর কাছে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

শনিবার (৩০ এপ্রিল) ভারতীয় রেলওয়ের একজন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বুধবার রাতের ওই ঘটনায় আহত তরুণীকে ছাতারপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
 
জবলপুরের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) বিনায়ক ভার্মা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, একজন পুরুষ সহযাত্রী ওই তরুণীকে শ্লীলতাহানি করার চেষ্টা করেন। ওই তরুণী বাধা দেওয়ায় তাকে  চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

খাজুরাহো (এমপি) এবং মাহোবা (উত্তরপ্রদেশ) স্টেশনের মধ্যে একটি যাত্রীবাহী ট্রেনে ২৭ এপ্রিল রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এসপি।

সূত্র: এনডিটিভি


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন