চলন্ত বাসের জানালা দিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

চলন্ত বাসের জানালা দিয়ে ছিটকে রাস্তায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহের ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ সড়কের নুরুর দোকান এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম তানিম (১০)। সে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের সাইদুল শাহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস উপজেলার নুরুর দোকান এলাকায় পৌঁছালে বাসটির চাকা ফেটে যায়। এ সময় বাসটির জানালা দিয়ে তানিম ছিটকে বাইরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তানিম।
এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক মতিউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এইচকেআর