ইরাকে বালুঝড়, ১০০০ মানুষ হাসপাতালে ভর্তি


ইরাকে বালুঝড়ের কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত এক হাজারের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বৃহস্পতিবার এই ঝড় হানা দেয় বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এ নিয়ে গত এক মাসে দেশটিতে ৭ বার মরুঝড় হানা দেয়।
রাজধানী বাগদাদসহ ইরাকের ৬ প্রদেশের মানুষ এই ঝড়ের শিকার হন।
আনবার ও কিরকুক প্রদেশের কর্তৃপক্ষ মানুষ জনকে ঘরের ভেতরে অবস্থান করার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আনবার প্রদেশে বালুঝড়ে শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়া অন্তত ৭০০ রোগীকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন, স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা আনাস কায়েস। আর সালাহেদিন প্রদেশে ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এছাড়াও বাগদাদ, নাজাফের প্রত্যেকটিতে শতাধিক মানুষ হাপাতালে ভর্তি হয়েছেন।
এইচকেআর
