চরফ্যাসনে জেলেদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে সোমবার চরফ্যাসন অফিসার্স ক্লাবে বিভিন্ন ঘাটের জেলেদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন কর্মশালায় সভাপতিত্ব করেন। জেলা মৎস্যদপ্তরের কর্মকর্তা এবং চরফ্যাসন সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ মিনার সহ বিভিন্ন ঘাটের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুযায়ী ২০ মে থেকে ২৩ জুলাই ২০২১ পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরেনর মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করে গত ১৩ এপ্রিল প্রজ্ঞাপন জারী করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের মাধ্যমে এ ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান দিয়ে যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এমবি
