দাম বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

ভোজ্যতেল ও নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কমিউনিস্ট পার্টির মানিকগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা।
শনিবার বেলা ১২ টায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কমিউনিস্ট পার্টির নেতারা সরকারের সমালোচনা করে অতি শীঘ্রই ভোজ্যতেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ভোক্তার নিয়ন্ত্রণে আনতে সরকারকে আহ্বান জানান। দেশে তেল নিয়ে কারসাজি বন্ধ সহ সিন্ডিকেট বানিজ্য বন্ধ করে জনতার জন্য সহজতর উপায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে পাওয়ার নিশ্চিত সমাধান দাবি করেন তারা।
এসময় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এইচকেআর