ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মানিকগঞ্জে ২ মেয়ে-মাকে গলাকেটে হত্যা

মানিকগঞ্জে ২ মেয়ে-মাকে গলাকেটে হত্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে দুই মেয়েসহ মায়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামী আসাদুর জামান রুবেল পলাতক রয়েছে।

রোববার (৮ মে) দিবাগত রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- ঘিওর উপজেলার বালিয়াখোড়ার আঙ্গারপাড়া গ্রামের দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেলের স্ত্রী লাভলী (৩৫), মেয়ে ছোঁয়া (১৬) ও কথা (১২)। বড় মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম এবং ছোট মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়তেন বলে জানা গেছে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহাম্মেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুর জামান রুবেল বালিয়াখোড়ারার ইউনিয়নের আঙ্গরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় গ্রামের একজন দন্ত চিকিৎসক। প্রতিবেশীরা জানান, ঋণগ্রস্ত পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

ওসি জানান, আজ সকালে ইউনিয়নের আঙ্গরপাড়া গ্রামের রুবেলের নিজ বাড়ি থেকে তার স্ত্রী ও দুই মেয়ের রক্তাত্ব লাশ উদ্ধার করে পুলিশ। তবে রুবেল এখনো পলাতক আছেন। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন