ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • ইউএনওর গাড়িচাপায় সাংবাদিক নিহত

    ইউএনওর গাড়িচাপায় সাংবাদিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরের সিংড়ায় নলডাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকারের সরকারি গাড়িচাপায় সোহেল আহমেদ ওরফে জীবন (৩৭) নামের এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় সরকারি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।


    নিহত সাংবাদিক সিংড়া প্রেস ক্লাবের সদস্য, শেরকোল আগপাড়া বন্দর উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক ও সিংড়া বাজারের ফ্রেন্ডস কম্পিউটার অ্যান্ড স্টেশনারির স্বত্বাধিকারী ছিলেন বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সরকারি গাড়ি নিয়ে পার্শ্ববর্তী নলডাঙার ইউএনও সুখময় সরকারের স্ত্রী সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক মানষী দত্ত মৌমিতা কলেজে আসছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে সাংবাদিক সোহেল আহমেদ ওরফে জীবন সিংড়া থেকে তার কর্মস্থল শেরকোল আগপাড়া বন্দর উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে সিংড়া পৌরসভার সীমানা প্রাচীর নিংগইন এলাকায় মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক সোহেল আহমেদ ওরফে জীবন গুরুত্ব আহত হন।

    পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানেই তার মৃত্যু হয়।

    এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নলডাঙার ইউএনও সুখময় সরকার, সিংড়ার ইউএনও এমএম সামিরুল ইসলাম, এসিল্যান্ড আল ইমরান ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

    এ বিষয়ে প্রত্যক্ষদর্শী কৃষক আফজাল হোসেন ও স্থানীয় হোটেল ব্যবসায়ী সোলায়মান বলেন, সরকারি গাড়িতে একজন মহিলা ও গাড়ির ড্রাইভারসহ মোট তিনজন ছিলেন।

    এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের শিক্ষার্থীরা এই প্রতিবেদকের ক্যামেরায় সরকারি গাড়ির ছবি দেখে বলেন, তাদের (ম্যাডাম) শিক্ষক এই গাড়ি নিয়েই কলেজে আসেন।

    তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন বলেন, কলেজে বিভিন্নজন গাড়ি নিয়ে আসেন। কোনটা ইউএনও বা সরকারি গাড়ি সেটা তার জানা নেই।

    এ বিষয়ে নলডাঙার ইউএনও সুখময় সরকার গাড়িতে তার স্ত্রী ছিলেন না দাবি করে বলেন, নলডাঙায় তেল সংকট থাকায় তার সরকারি গাড়িটি এখানে তেল নিতে পাঠিয়েছিলেন।

    সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।

    ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ