এক পশলা বৃষ্টি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
এক পশলা বৃষ্টি আমায় ছুঁয়ে যায়
হিম শীতল সতেজ আপাদমস্তক,
ক্লান্তিহীন অনুভূতি নীল আকাশে
সাদা বলাকার ভ্রাম্যমান মেলার পরশে।
কখনও অঝরে বারিধারা
কখনও টিপ টিপ অশ্রুঝরা,
সিক্ত নেএ ঐ দূর মেঘ মালার
অভিমান কেন? খুঁজেছ কভূ মম?
হারানো স্মৃতি মালা ভরপুর।
কখনও কান্না হাসি, কখনও অঝরে বৃষ্টি
জীবন প্রতীকরূপ, জীবনেরই সৃষ্টি।
লেখক: মোঃ মাছুম তালুকদার,
(ইনচার্জ) মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্র, বোরহানউদ্দিন, ভোলা।
এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন