ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী চলতি সপ্তাহেই

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী চলতি সপ্তাহেই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগ দেয়া হবে চলতি সপ্তাহেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়, সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পরই এমন সিদ্ধান্ত জানালেন তার ছোটভাই।

বুধবার (১১ মে) গোটাবায়া জানিয়েছেন, ২২৫ আসনের পার্লামেন্টের নেতৃত্ব দেবেন নতুন একজন প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা। পার্লামেন্টকে আরও ক্ষমতা দিতে সাংবিধানিক সংস্কারের অঙ্গীকারও করেন তিনি।

প্রেসিডেন্ট গোটাবায়া আরও বলেন, শ্রীলঙ্কায় চলমান সংকটের সুরাহা করতে দ্রুত নতুন সরকার গঠনের পদক্ষেপ নেয়া হয়েছে। দেশ যেন বিশৃঙ্খলায় পর্যবসিত হয়ে না পড়ে, অতি দ্রুতই সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

নতুন মন্ত্রিসভা গঠন হলে সরকারের স্থগিতাবস্থায় থাকা কার্যক্রমগুলোও পুরোদমে চালু করা হবে বলেও জানান লঙ্কান প্রসিডেন্ট।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন