ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। দাবানল ছড়িয়ে পড়ার পর বিভিন্ন আবাসিক ভবনেও আগুনে জ্বলতে দেখা গেছে।

চারদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। আকাশ ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। বন থেকে আগুন ছড়িয়েছে লোকালয়েও। দিনশেষে রাতেও একটানা দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ভয়াবহ এ দৃশ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেগুনা হিলস এলাকার। শুক্রবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

আগুনে বুধবার রাত পর্যন্ত ২০টিরও বেশি বিলাসবহুল বাড়ি পুড়ে গেছে। অনেক বাসিন্দা বাধ্য হয়ে এলাকা ছেড়ে গেছেন। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দাবানল কিভাবে শুরু হলো, সে সম্পর্কেও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সমুদ্রের বাতাসের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। আকাশ থেকে উড়োজাহাজ ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নেভানোর চেষ্টাও চলছে। তবে প্রতিকূল আবহাওয়ায় বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

অরেঞ্জ কাউন্টির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রধান ব্রায়ান ফেনেসি সংবাদ সম্মেলনে বলেন, আমি মনে করি যা ঘটছে, তা আগামী কয়েক সপ্তাহ ও বছর পর্যন্ত আমাদের ওপর প্রভাব ফেলতে যাচ্ছে। গাছপালাগুলো এত শুকনা যে নেভাতে আসার আগেই আগুন ছড়িয়ে তা দ্রুত পুড়ে যায়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে দাবানল বাড়ছে। সমুদ্র উপকূলবর্তী এলাকা হওয়ায় প্রচণ্ড বাতাস দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। প্রায় ৪ কোটি লোক এ এলাকায় বসবাস করে। গত বছরের দাবানলের সময় সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন থ্যাংকসগিভিং দিবসে ২০ হাজার ছয়শ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছিল।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন