ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ইউক্রেন যুদ্ধাপরাধের বিচার শুরু করেছে

ইউক্রেন যুদ্ধাপরাধের বিচার শুরু করেছে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাশিয়ার আগ্রাসনের পর প্রথমবারের মতো যুদ্ধাপরাধের বিচার শুরু করেছে ইউক্রেন। নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যার জন্য এক রুশ সেনার ট্রায়ালের মাধ্যমে এ বিচারকাজ শুরু হয়।

ভাদিম শিশিমারিন নামে ২১ বছর বয়সী রুশ সৈন্যের বিচার কাজ শুরু করেছে ইউক্রেন। তার বিরুদ্ধে উত্তর পূর্বাঞ্চলীয় সুমি এলাকার গ্রাম চুপাখিভকায় গাড়ির জানালা দিয়ে ৬২ বছর বয়সী এক নিরস্ত্র ইউক্রেনীয়কে হত্যার অভিযোগ আনা হয়েছে। শুক্রবার (১৩ মে) কিয়েভে ভাদিম শিশিমারিনের ব্যাপারে প্রাথমিক শুনানি হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাভোগ করতে হবে।

বিচারকার্যে নিয়োজিত প্রসিকিউটররা জানিয়েছেন, হত্যাকাণ্ডের আগে ভাদিম শিশিমারিন তার সহকর্মীদের সঙ্গে একটি চুরি করা গাড়ি চালাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে সাইকেল চালিয়ে আসছিলেন ওই ইউক্রেনীয় ব্যক্তি। শিশিমারিন ও তার সহকর্মীরা মনে করেছিলেন তাদের উপস্থিতির ব্যাপারে তথ্য ফাঁস করে দেবেন ওই ব্যক্তি। তা যেন না হয়, উপরমহলের সঙ্গে যোগাযোগের পর ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেন ভাদিম শিশিমারিন।

এ শুনানির পর গণমাধ্যমে সামনে আসেন ইউক্রেনের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) আন্দ্রি সিনিউক। রয়টার্সকে তিনি বলেন, এটি প্রথম মামলা। শিগগির এ ধরনের অনেক মামলা হবে।

যুদ্ধপরাধের বিচারের ব্যাপারে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রুশ সেনাদের দ্বারা সংঘটিত ১০ হাজারেরও বেশি সম্ভাব্য যুদ্ধাপরাধ চিহ্নিত করেছে। যুদ্ধাপরাধের এ বিচার কাজ চলবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন