গোপালগঞ্জে নির্বাচন অফিসে আগুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফয়জুল মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার ভোরে উপজেলা মসজিদে ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার পথে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানসহ স্থানীয়রা উপজেলা নির্বাচন অফিসের নিচতলায় আগুন দেখতে পান। এ সময় সমবায় কর্মকর্তা আব্দুর রহমান তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসানকে অবগত করলে তিনি ফায়ার সার্ভিসে ফোন দেন। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের কারনে ভবনের নীচতলার গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফয়জুল মোল্যা ঘটানাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান জানান, অগ্নিকাণ্ডের কারণ এখন পযর্ন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ইভিএম মেশিনের ব্যাটারি থেকে বা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফয়জুল মোল্যা জানান, আগুনে অফিসের বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। দ্রুত আগুন নেভানোর কারনে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল রক্ষা পেয়েছে।
এমইউআর