ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

ভোলা পৃথক দুর্ঘটনায় নিহত দুই, আহত তিন 

ভোলা পৃথক দুর্ঘটনায় নিহত দুই, আহত তিন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ভবনের ৮ম তলার ছাদ থেকে পড়ে রিপন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

সোমবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিপন দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা।


স্থানীয় সূত্র জানা যায়, ভোলার ২৫০ শয্যার নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত রিপন ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


অন্য দিকে ভোলার  ইলিশার তালুকদার হাট ঘরপোড়া এলাকার ট্রাক ও  অটোরিকসা মুখোমুখি   সমস্যা মাইসা (১২) নামক স্কুল শিশুর মৃত্যু হয় ও  তিন জন আহত হয়। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।


ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন