কলাপাড়ায় লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার


পটুয়াখালীর কলাপাড়া লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া টেন্ডোলের ঘোঝা এলাকার লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এটি হত্যা না অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।
এইচকেআর
