ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা  বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলন: নাহিদ ইসলাম কলাপাড়ায় লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল: বিবিসি অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান: প্রধান উপদেষ্টা আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
  • পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলন: নাহিদ ইসলাম

    পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলন: নাহিদ ইসলাম
     মুন্সীগঞ্জে পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ শহরে এনসিপির পথসভায় তিনি এ কথা বলেন।


    নাহিদ ইসলাম বলেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা সচেতন হন। গণঅভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে। আপনাকে এবার কথা বলতে হবে। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন।  

    জুলাই গণঅভ্যুত্থানের এ নেতা বলেন, ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সব অধিকার এবং মর্যাদা নিশ্চিত করেই ঘরে ফিরব। দেখা হবে নতুন বাংলাদেশে।

    হামলা চালিয়ে দমানো যাবে না মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরও ১০টা জায়গায় হামলা চালানো হলেও আমাদেরকে দমন করা যাবে না।

    নাহিদ ইসলাম বলেন, আমরা জানি, আমাদের সামনে আরেকটি লড়াই আসছে। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ফ্যাসিবাদ বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই শেষ না করে আমরা থামবো না।  

    আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সীগঞ্জ এনসিপির সঙ্গে থাকবে আশা প্রকাশ করে তিনি বলেন, মুন্সীগঞ্জের নারী-পুরুষ লড়াই করেছিল ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে। মুন্সীগঞ্জবাসীকে লাল সালাম জানাই।  

    ভোটাধিকার নিয়ে প্রবাসীদের সরব হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রধান বলেন, আমরা প্রবাসীদের ভোটাধিকারের কথা বলছি। অনেকে বলছে প্রবাসীদের কোনো অবদান নাই। তারা কেন ভোট দেবে? মুন্সীগঞ্জবাসী আপনাদের পরিবারের যারা প্রবাসে রয়েছে তাদেরকে সচেতন এবং সরব হতে বলুন। প্রবাসীরা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করবো।  

    নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জবাসীর প্রতি সমবেদনা এবং অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের সমালোচনা করেন নাহিদ ইসলাম।  

    তিনি বলেন, পদ্মা মেঘনার দাপটে নদী ভাঙন হচ্ছে। মুন্সীগঞ্জে প্রতিমাসে অনেক মানুষ জলবায়ু উদ্বাস্তু হচ্ছে। অবৈধ ভাবে বালু উত্তোলন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে। … মুন্সীগঞ্জে স্বাস্থ্য খাতে বেহাল অবস্থার কথা জানি। মুন্সীগঞ্জকে নদী ভাঙন থেকে রক্ষা করবো আমরা, নদী দুর্যোগ থেকে রক্ষা করবো আমরা।  

    পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম প্রমুখ।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ