চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি আটক

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত আশরাফুল ইসলাম (৩০) নামে এক আসামিকে আটক করেছে র্যাব। সোমবার (১৬ মে) বিকেলে যশোরের চৌগাছা থেকে তাকে আটক করা হয়।
আটক আশরাফুল ইসলাম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর তেতুলতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
এরআগে, চলতি বছরের ১৪ এপ্রিল ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার টোল আদায়কারী আক্তারুল ও বাবুকে হত্যা করা হয়। আটক আসামি চাঞ্চল্যকর ওই হত্যা-মামলার দুই নম্বর আসামি।
র্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্পের) কেম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামি আশরাফুলকে আটক করা হয়। পরে তাকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এমইউআর