ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

ভোলা-চরফ্যাশন সড়কে ব্রিজ ভেঙে  যান চলাচল বন্ধ 

ভোলা-চরফ্যাশন সড়কে ব্রিজ ভেঙে  যান চলাচল বন্ধ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তীব্র পানির স্রোতে ভোলার লালমোহনের ডাওরী বাজারের নির্মাণাধীন ব্রীজের বিকল্প ব্রিজ ভেঙে যাওয়ায় ভোলা-চরফ্যাশন আন্তঃজেলা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এসময় মালামালসহ ব্রিজের উপরে থাকা একটি ট্রাক খালে পড়ে যায় তবে কোন হতাহত না হলেও ভোলা-চরফ্যাশন রুটের সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০ টায়  লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক সকাল সাড়ে ১০ টার দিকে ডাওরী বাজার বেইলি ব্রিজ অতিক্রম করতে ব্রিজে ওঠে। এসময় এ সময় পানির তীব্র স্রোত থাকায় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙ্গে আরো যানবাহনসহ খালে পড়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ভেঙ্গে পরা ব্রিজে থাকা যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেন। যাত্রীরা রয়েছে চরম দুর্ভোগের মধ্যে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, ব্রিজ ভেঙ্গে ট্রাকসক অটো রিকশা খালে পড়েছে। এতে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে সকল যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা সড়ক বিভাগের কতৃপক্ষকে অবহেলিত করেছি। তারা অতিদ্রুত এর সমাধান করবেন বলে আস্বস্ত করেছেন।

 
উল্লেখ্য, জেলা সদর থেকে চরফ্যাসনের বাবুরহাট পর্যন্ত ৯৪ কিলোমিটার দৈর্ঘ্যের আন্তমহাসড়কের বর্তমান প্রস্থ ১৮ ফুট। এটি ৩০ ফুটে উন্নীত করা হচ্ছে। সড়ক উন্নয়নের সাথে খালে বাঁধদিয়ে ৪টি সেতু ও ৪৩টি কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণ হচ্ছে। যানবাহন ও মানুষ চলাচলের জন্য পাশ দিয়ে বাইপাশ ব্রিজটি নির্মাণ করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন