পিকআপ চাপায় অটোরিকশা চালক নিহত

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় মো. হেলাল হোসেন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-রায়পুর মহাসড়কের সর্দার বাড়ি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের কালাজী পাটোয়ারী বাড়ির আবদুল কাদেরের ছেলে এবং তিন সন্তানের জনক বলে জানা যায়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রাতে দালালবাজার থেকে অটোরিকশা ভর্তি মালামালসহ রায়পুরের উদ্দেশ্য রওয়ানা হয় হেলাল। পথিমধ্যে সর্দারবাড়ী নামক এলাকার রাস্তার পাশে অটোরিকশা রেখে বিশ্রামের জন্য নামলেই বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এমইউআর