প্রশ্নফাঁসের অভিযোগে মাউশির দুই কর্মকর্তাসহ আটক ৫

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে মাউশির দুই কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে তেজগাঁও বিভাগ।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন।
আটক অভিযুক্তরা হলেন, মাউশির উচ্চমান সহকারী আহসান হাবীব, মাউশির অফিস সহকারী মো. নওশাদ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের হিসাবরক্ষক মকবুল হোসেন, সরকারি তিতুমীর কলেজের গ্রন্থাগারের কর্মী আব্দুল মালেক ও পরীক্ষার্থী সুমন জমাদ্দার।
উপ-কমিশনার শাহাদাত হোসেন বলেন, মাশিউর নিয়োগের প্রশ্নফাঁসের ঘটনার পর থেকে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের নাম আমাদের সামনে এসেছে, তাদেরও ধরতেও অভিযান চলছে।
প্রসঙ্গত, গত শুক্রবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৫১৩টি পদের নিয়োগ পরীক্ষা হয়েছিলো। ওইসব পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮৩ হাজার জন। ঢাকার ৬১টি কেন্দ্রে এক ঘণ্টার ওই পরীক্ষায় মোট প্রশ্ন ছিলো ৭০টি (এমসিকিউ)। পরীক্ষার মধ্যে ইডেন কলেজ কেন্দ্র থেকে প্রশ্নফাঁসের অভিযোগে প্রথমে সুমন জমাদ্দারকে (৩০) গ্রেপ্তার করা হয়।
এমইউআর
