বাসচাপায় মসজিদের ইমাম নিহত


গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় দুলাল শাহের বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় মিন্টু শেখ (৪৮) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মে) ভোরের দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মিন্টু শেখ একই উপজেলার ছোটখারকান্দি গ্রামের ফজর শেখের ছেলে।
জানা গেছে, ভোরে সাড়ে ৪টার দিকে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন ইমাম মিন্টু শেখ। পথে দুলাল শাহের বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
এমইউআর
