ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ইসরায়েলি হামলায় সিরিয়ায় নিহত ৩

ইসরায়েলি হামলায় সিরিয়ায় নিহত ৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা।

সামরিক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার দেশটির রাজধানী দামেস্কে এ হামলা চালায় দখলদার ইসরায়েলিরা।

ইসরায়েলি শত্রুদের আগ্রাসনে তিনজন মারা গেছেন এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের দখলে থাকা গোলান উপত্যকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল।

এদিকে দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপির সংবাদদাতা জানায়, তিনি শুক্রবার রাতে প্রচুর গোলমালের শব্দ পেয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় সিরিয়ার আকাশপ্রতিরক্ষা বাহিনীর তিন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এবং আরও চার সদস্য আহত হয়েছেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন