ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

জরুরি অবস্থা তুলে নিল শ্রীলংকা সরকার

জরুরি অবস্থা তুলে নিল শ্রীলংকা সরকার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তীব্র অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলংকায় সরকারবিরোধী আন্দোলন থামাতে গত ৬ মে জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রায় দুই সপ্তাহ ধরে চলার পর সে আদেশ তুলে নিল শ্রীলংকা সরকার। দেশটির সংবাদমাধ্যম হিরু নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে দিয়ে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

অর্থনৈতিক সংকটের কারণে জনগণের আন্দোলন তীব্র হলে, তা থামানোর জন্য সম্প্রতি শ্রীলংকায় একাধিকবার জরুরি অবস্থা জারি করা হয়। সরকারবিরোধী আন্দোলন এখন পর্যন্ত নয়জন নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন। এই আন্দোলনের কারণে গত ৯ মে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ১২ মে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে। গতকাল নতুন করে আরো নয় মন্ত্রীকে নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নেতৃত্বাধীন সরকার।


১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এবারই সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলংকা। বৈদেশিক মুদ্রার অভাবে পণ্য এবং জ্বালানি আমদানি করতে পারছে না সরকার।  যার ফলে খাদ্য পণ্যের ঘাটতি দেখা দিয়েছে এবং নিত্যপণ্যের দাম বেড়ে গেছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন