ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন


ইসরাইলের চরম আগ্রাসন ও গণহত্যা প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অংশনেয় ছাত্র-ছাত্রী, জেলার বিশিষ্টজনরা।
ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান কোন ইস্যু নিয়ে আমরা এখানে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি দীর্ঘদিন যাবত ইসরাইল নামক সন্ত্রাসী গোষ্ঠী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অনবরত গুলি, বোমা, বিমান হামলাসহ নানানভাবে তাদেরকে নিঃশেষ করার পায়তারা চালাচ্ছে। এমনকি ইসরাইলি সন্ত্রাসীদের হাত থেকে বাদ যাচ্ছে না ২/১ বছরের শিশুরাও।
এসময় সাধারণ শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন দেওয়াতে ধন্যবাদ জানিয়েছেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি প্রেস চত্বর থেকে নতুন বাজার হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে ইজরায়েলে পতাকা আগুনে পোড়ানো হয়।
শিক্ষার্থী এইচ এ শরীফ এর পরিচালনায়, সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক মো. শওকত হোসেন, এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, জেলা প্রতিনিধি দৈনিক মানবজমিন এড. মনিরুল ইসলাম, কালবেলা ভোলা প্রতিনিধি মনির হোসেন, আইন বিভাগের ছাত্র ও সাংবাদিক মো. ইয়ামিন হাওলাদার, সদর উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাশেদুজ্জামান হ্যাভেন ভোলার তরুণ সাংবাদিক আরিয়ান আরিফ প্রমুখ।
মানববন্ধনে আরও ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
টিএইচএ/
