ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ  বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 
  • সৌদি আরবে যাওয়া নারীকে আটকে রেখে নির্যাতন, মায়ের মামলা

    সৌদি আরবে যাওয়া নারীকে আটকে রেখে নির্যাতন, মায়ের মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক নারীকে চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে পাচার এবং বিক্রি করে দেওয়ার অভিযোগে বরিশালের আদালতে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

    সোমবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই নারীর মা। তিনি সদর উপজেলার বাসিন্দা।

    আজ বিকেলে মামলাটি আমলে নিয়ে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মঞ্জুরুল হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

    মামলার আসামিরা হলেন বরিশাল নগরের পলাশপুর গুচ্ছগ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাকি বেগম, তাঁর ছেলে আজমান, ঢাকার নয়াপল্টনের আজিজ অ্যান্ড রিক্রুটিং এজেন্সির পরিচালক কাজী আতাহার হোসেন, অফিস এক্সিকিউটিভ আনোয়ার হোসেন ও অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজন।

    বাদী মামলায় উল্লেখ করেন, তাঁর মেয়েকে (৩৩) চাকরির প্রলোভন দেখিয়ে গত ৪ এপ্রিল আজিজ অ্যান্ড রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে পাচার করা হয়। অফিসে কাজ না দিয়ে স্থানীয় এক দালালের কাছে তাঁর মেয়েকে বিক্রি করে দেওয়া হয়। এরপর সেখানে তাঁর মেয়েকে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। বর্তমানে বাদীর মেয়েকে সৌদি আরবের জেদ্দায় আল সাদা নামক শহরের একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে।

    বাদী বলছেন, ওই কক্ষে তাঁর মেয়েকে নির্যাতন করা হচ্ছে। ১৪ এপ্রিল মুঠোফোনে তাঁর মেয়ে বিস্তারিত ঘটনা জানান। এরপর তিনি আসামিদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিলে তাঁর (বাদী) মেয়েকে ফেরত দেওয়া হবে বলে আসামিরা জানান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ