ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মার্কিন অভিনেতা রে লিওট্টা আর নেই

মার্কিন অভিনেতা রে লিওট্টা আর নেই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জনপ্রিয় মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রে লিওট্টা মারা গেছেন। ঘুমের মধ্যে এ অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

ডেঞ্জারাস ওয়াটার ছবির শ্যুটিংয়ে জন্য ডমিনিক্যান রিপাবলিকে অবস্থান করছিলেন রে লিওট্টা। সেখানেই তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যক্তিগত প্রচারক জেনিফার অ্যালেন।

চার দশকের অভিনয় ক্যারিয়ারে, লিওট্টা নিজেকে হলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য অভিনয়শিল্পীদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। "সামথিং ওয়াইল্ড," "কপ ল্যান্ড" এবং "কিলিং দেম সফটলি" এর মতো ছবিতে পুলিশ এবং অপরাধীদের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন