ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • ঝড়ে উড়ে গেলো মাদ্রাসার টিনের চালা

    ঝড়ে উড়ে গেলো মাদ্রাসার টিনের চালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে নড়াইল পৌর এলাকার খাদেমুল ইসলাম মাদ্রাসার টিনের চালা উড়ে গিয়ে পাঠ্যপুস্তক, কাগজপত্র এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বয়ে যাওয়া ঝড়ে এমন ক্ষতি হয়েছে।

    মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। মুহূর্তেই বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড ঝড়। হঠাৎ বয়ে যাওয়া কয়েক মিনিটের কাল বৈশাখী ঝড়ে মাদ্রাসার আধাপাকা টিনশেড ঘরের চালা উড়ে গেছে। ইটের গাঁথুনি ভেঙে পড়েছে। প্রতিষ্ঠানের আসবাবপত্র, ফ্যান, পাঠ্যপুস্তক ও ধর্মীয় কিতাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এ সময় কয়েকজন ছাত্র সামান্য আহত হয়। এ কারণে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

    মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রেজাউল করিম বলেন, ঝড়ের সময় মাদ্রাসায় ছিলাম না। তবে খবর পেয়ে দ্রুত মাদ্রাসায় এসে দেখি ঝড়ে প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। মাদ্রাসায় ৩২ জন আবাসিক ছাত্র এবং তিনজন শিক্ষক আছেন। ঘুমানোর মতো কোনো স্থান নেই। প্রতিষ্ঠানটির অবকাঠামো ভেঙে পড়ায় সবাই খোলা আকাশের নিচে থাকা ছাড়া কোনো উপায় নেই।

    এ প্রসঙ্গে নড়াইল পৌর মেয়র আনজুমান আরা বলেন, ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি পরিদর্শন করেছি। তিনি সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস দেন। এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি পুনর্নির্মাণে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ