ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

১২ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

১২ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গাজীপুরে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পর উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের পর উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী ১২ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক। তিনি বলেন, লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের পর রেল লাইন কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। পরে তা মেরামত করা হলে ট্রেন চলাচল শুরু করা হয়।

শুক্রবার রাত ১০টার দিকে মৌচাক রেলস্টেশনের কাছে ইঞ্জিনসহ ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টার কিছু সময় আগে মৌচাক স্টেশন পার হয়। এর কিছু সময় পরই ট্রেনটি ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, রাত ২টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ভোর ৭টায় ইঞ্জিন, পরবর্তীতে বগি উদ্ধার করা হয়। বগি উদ্ধারের পর লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা করে ট্রেন চলাচল শুরু করা হয়েছে। ইতোমধ্যে দুর্ঘটনা কবলিত পঞ্চগড় এক্সপ্রেস মৌচাক স্টেশন ছেড়ে গিয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম জানান, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া মাত্রই ঢাকা ডিভিশন থেকে রিলিফ ট্রেন এনে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছিল। এরই মধ্যে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটিতে সদস্য হিসেবে কারা আছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন