৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ আটক ৫


রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ। তারা হলেন- মো. নুরুল আফসার, মো. আসাদ, মো. ইসমাইল হোসেন, মো. বাদশাহ মিয়া ও মো. রাসেল মিয়া।
শুক্রবার (২৭ মে) রাতে মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) সালাউদ্দিন খান নাদিম জানান, আরামবাগ এলাকায় একটি পরিবহনের কাউন্টারের সামনে মাদক বিক্রেতারা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়।
এমইউআর
