ইসরাইলি বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ভোলায় প্রতিবাদ মিছিল


ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দৌলতখানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন তাওহীদি জনতা।
বৃহস্পতিবার (২০মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মিয়ারহাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ ও তাওহীদি জনতার উদ্যোগে এ প্রতিবাদ মিছিল বের করা হয়।
শতশত লোকের অংশ গ্রহণে মিছিলটি মিয়ারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ সামনে এসে শেষ হয়।
পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ইসরাইলী সকল পণ্য বর্জনসহ বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ্য হওয়ার আহ্বান জানান বক্তারা।
উপজেলা মিয়ারহাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি নোমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- দিদার উল্যাহ ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মোসলেউদ্দিসহ প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনিদের স্বাধীন দেশে থাকার অধিকার আছে। কিন্তু ইসরাইল ফিলিস্তিনে হামলা করে প্রতিদিন মানুষ হত্যা করছে। তারা সারাবিশ্বে জঙ্গিবাদের সৃষ্টি করছে, মুসলমানদের হেয় করার জন্য সব কিছু করছে। আর কোন মুসলমানদেরকে হত্যা করতে দেয়া হবেনা।
কে.আর
