রাজবাড়ীতে ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি অবৈধ ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার সিলগালা করেছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
টেকনিশিয়ান ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযানে বালিয়াকান্দিতে কোনো কাগজপত্র ঠিক না থাকায় হাসপাতাল রোডে চন্দনা ডায়াগনস্টিক সেন্টার, দি এ্যাপালো ডায়াগনস্টিক সেন্টার, সাধুমোল্লার মোড়ে দি আরোগ্য ক্লিনিক ও জামালপুর বাজারে জামালপুর প্যাথলজি সেন্টার সিলগালা করা হয়। এসময় প্যাথলজি সেন্টারের মালিক কাজী মঞ্জুরুল ইসলামকে (৪২) ১৫ দিনের জেলসহ ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া শাপলা ক্লিনিকের নিবন্ধন হালনাগাদ না করায় ১৫ দিনের সময় বেঁধে দিয়ে নিবন্ধন হালনাগাদ করতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বালিয়াকান্দিতে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করে অভিযান চালানো হচ্ছে। হাসপাতাল ও ওষুধ ফার্মেসির ড্রাগ নিবন্ধন না থাকা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হবে। তবে নিবন্ধন পেলে সেগুলো আবার চালু করতে পারবেন ব্যবসায়ীরা। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এমইউআর
