ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে  আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে
  • সিআইডির গাড়ি নিয়েই সাবেক এসআইর ডাকাতি

    সিআইডির গাড়ি নিয়েই সাবেক এসআইর ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক উপ-পরিদর্শক (এসআই) আকসাদুদ-জামান গড়ে তুলেছিলেন একটি ডাকাতদল। যার নেতৃত্বে রাজধানীর বিমানবন্দর এলাকায় সংগঠিত হয়েছে একাধিক ডাকাতি। কর্তৃপক্ষের অগোচরে খোদ সিআইডির গাড়িই ডাকাতিতে ব্যবহার করতেন আকসাদুদ।

    ২০২০ সালের ১৯ অক্টোবর বিমানবন্দর সড়কের কাওলায় সংগঠিত একটি ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে অভিযোগপত্রে এমন তথ্যই উঠে এসেছে।

    বৃহস্পতিবার (২৬ মে) আদালতে অভিযোগ পত্রটি দাখিল করেন মামলার তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যেখানে আকসাদুদের নেতৃত্বে পরিচালিত ওই ডাকাত দলের সঙ্গে নয় জনের সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

    আকসাদুদ বাদে অভিযোগপত্রে উল্লেখিত অন্যান্য আসামিরা হলেন, মোশাররফ হোসেন, হাসান রাজা, সেলিম মোল্লা, রিপন মোড়ল, আমির হোসেন তালুকদার, রিজু মিয়া শিকদার, মনির হোসেন ও মিলন মিয়া। এদের মধ্যে মনির ও মিলন পলাতক রয়েছেন।

    আকসাদুদসহ বাকি সাতজন গ্রেফতার হলেও সম্প্রতি কারাগার থেকে তারা জামিনে মুক্ত হন। এদের মধ্যে হাসান রাজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

    হাসান রাজার বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে তিনটি এবং সেলিম মোল্লার বিরুদ্ধে চারটি ডাকাতির মামলা রয়েছে। আরেক সহযোগী রিপন মোড়ল মাদারীপুরে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

    সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালের ১৯ অক্টোবর কাওলায় দুবাই প্রবাসী রোমান মিয়া ও তার ফুফাতো ভাই মনির হোসেনকে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে তাদের মারধর করে সঙ্গে থাকা পাঁচ হাজার মার্কিন ডলার, দুই হাজার দিরহাম, মুঠোফোন, লাগেজসহ মালামাল ডাকাতি করে তাদের পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়।

    জানা গেছে, সাবেক এসআই আকসাদুদ ডাকাতির পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি ২০১৩ সালে ডিএমপিতে কর্মরত থাকাকালে মতিঝিল অঞ্চলের একজন সহকারী পুলিশ কমিশনারকে মাথায় অস্ত্র ঠেকান। এছাড়া কর্তব্যরত অবস্থায় আরেকবার শৃঙ্খলা ভঙ্গ করেন তিনি। এসব অভিযোগে দুইবার বিভাগীয় শাস্তিও ভোগ করেন আকসাদুদ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ