দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় বাবুর্চি নিহত


খাগড়াছড়ির দীঘিনালায় ট্রাকের চাপায় লক্ষন চন্দ্র দাশ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর পালিয়ে যায় ট্রাকটির চালক। রবিবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে দীঘিনালার সুপারি বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষন খাগড়াছড়ি সদর হাসপাতালের মশালচি (বাবুর্চি) হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, রাতে লক্ষন মোটরসাইকেলযোগে দীঘিনালার বাবুছড়ার শ্বশুরবাড়ী থেকে আত্মীয়র বাসা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে সুপারি বাগান এলাকায় একটি মালবাহী ট্রাক অতিক্রম করে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার বিভৎস মৃত্যু হয়।
খবর পেয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহত লক্ষন পরিবার থেকে হাসপাতাল কোয়ার্টারে বসবাস করতেন।
খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা বলেন, মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এমইউআর
