ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • ধুনটে কলেজ শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

    ধুনটে কলেজ শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার ধুনটে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় কারাগারে অন্তরীণ কলেজ শিক্ষক মুরাদুজ্জামান মুকুলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএম টিচার্স অ্যাসোসিয়েশন। ধর্ষক মুরাদুজ্জামান মুকুল উপজেলার জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের সাময়িক বহিস্কৃত শিক্ষক ও শৈলমারী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

    সোমবার (৩০ মে) দুপুরে উপজেলা বিএম টিচার্স অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক সাংবাদিক জাহিদুল ইসলাম ও যুগ্ন আহ্বায়ক সাংবাদিক জিয়াউল হক এর আহ্বানে ধুনট বাজার জিরো পয়েন্টে সংঘটিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য তোজাম্মেল হক, গোলাম আজম রয়েল সহ কলেজ শিক্ষক শিরিনা সুলতানা, তালেব আলী, অধ্যক্ষ আব্দুস ছালাম, ল্যাব সহকারী বিউটি দে প্রমুখ। মানববন্ধনে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা ধর্ষক মুরাদুজ্জামান মুকুলের ফাঁসির দাবি সহ দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে মিছিল করেন। মিছিলটি বাজার প্রদক্ষিন শেষে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আমিনুল ইসলাম, মোকছেদুল হাসান ফারুক, জিন্নাতুন ইসলাম, তপন কুমার দেব, শামীম আহমেদ, আনারপুর টেকনিক্যাল এন্ড বি এম কলেজের শিক্ষক রফিকুল ইসলাম, রন্জুবুল আলম, প্রদর্শক আব্দুল হান্নান, অফিস সহকারী তাবজিদুল আলম সবুজ। হাজী কাজেম টেকনিক্যাল এন্ড বি এম কলেজের শিক্ষক শহিদুল ইসলাম, সাইদুজ্জামান, নাসির উদ্দীন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান তোতা,লুৎফর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।

    উল্লেখ্য যে, গত ১২ মে মুরাদুজ্জামান মুকুলের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা করেন ছাত্রীর মা। মামলা সুত্রে জানা যায়, লম্পট মুরাদুজ্জামান মুকুল বাদিনীর বাসায় ভাড়া থাকতেন। সেই সুবাদে তার মেয়ের সঙ্গে একদিন মোবাইলে জোরপূর্বক ছবি তেলেন। এই ছবি দেখিয়ে ব্লাকমেইল করে ধর্ষণ করেও ভিডিও ধারণ করে রাখেন। পরে ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। গত ২৪ মে হাবিবুর রহমান ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভায় ধর্ষক মুরাদুজ্জামান মুকুলকে সাময়িক বরখাস্ত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ