ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

Motobad news

নোয়াখালীতে ঝোপে মিলল আগ্নেয়াস্ত্র

নোয়াখালীতে ঝোপে মিলল আগ্নেয়াস্ত্র
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নোয়াখালীর সেনবাগে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগানসহ কয়েকটি দেশী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।  

গতকাল মঙ্গলবার (৩১ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের হোসেন সওদাগরের বাড়ির সামনের রাস্তা সংলগ্ন কলা গাছের ঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার রাত্রিকালীন ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে গলা গাছের ঝোপে অভিযান চালিয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ১টি আগ্নেয়াস্ত্র,২টি চাপাতি,২টি ছোরা,১টি কিরিজ,২টি লাঠি উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন