ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পলাশের চরসিন্দুরে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

পলাশের চরসিন্দুরে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নে ২০ জন হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও জলাবদ্ধতা নিরসনে ৩৩টি আরসিসি পাইপ বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে চরসিন্দুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। 

চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, চরসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন, চলনা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন ও ইউপি সদস্য ফাতেমা বেগম দিপা।

উল্লেখ্য, চরসিন্দুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরের এডিপির বরাদ্ধ দ্বারা এসব সেলাই মেশিন ও আরসিসি পাইপ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন